ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:৪৬ এএম

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ফাইল ছবি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলে। যা পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বয়ানে জামাতের সদস্যদের জন্য ৩ চিল্লা ও স্থানীয়দের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়, যা মাওলানা আব্দুল মতিন বাংলায় অনুবাদ করেন।

তিনি আরও জানান, মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহত মূলক কিছু বক্তব্য রাখেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। এরপর সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

জানা যায়, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে, শেষ দিনে মুসল্লিদের সংখ্যা বাড়ে টঙ্গী ইজতেমা ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা ১৮০০ জন অতিক্রম করে। সার্বিক নিরাপত্তায় কাজ করে পুলিশ।

এবারের ইজতেমা তিন ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। শুরায়ে নিজামের অনুসারীরা জানান, এবারের ইজতেমা তিন পর্বে আয়োজন করায় অতীতের চেয়ে ভোগান্তি কমেছে মুসল্লিদের।

উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম।

আরবি/এফআই

Link copied!