ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দু‘আ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৪:৪৯ পিএম

বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দু‘আ

ছবি: সংগৃহীত

মুমিনদের জন্য বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ দু‘আ রয়েছে। এসব দু‘আ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যম হিসেবে কাজ করে। এখানে তিনটি বিশেষ দু‘আ উল্লেখ করা হলো, যা বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়।

যিকর নং ১৯: আল্লাহর নামসমূহের ওসীলায় দুশ্চিন্তা মুক্তির দু‘আ
আরবি উচ্চারণ:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصرى وَجَلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আবদুকা, ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা, নাসিয়াতী বিইয়াদিকা, মা’দিন ফিইয়্যা হুকমুকা, আদলুন ফিইয়্যা কাদাউকা, আস’আলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, সাম্মাইতা বিহী নাফসাকা, আউ আঞ্জালতাহু ফী কিতাবিকা, আউ আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, আউ ইস্তাসারতা বিহী ফী ইলমিল গায়বি ‘ইন্দাকা, আন তাজ’আলাল কুরআনা রাবী’আ কালবী, ওয়ানূরা বাসারী, ওয়াজালা হুযনী, ওয়াযাহাব হাম্মী।

অর্থ:
“হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার (একজন) বান্দার পুত্র, (একজন) বান্দীর পুত্র। আমার কপাল আপনার হাতে। আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত কার্যকর। আমার বিষয়ে আপনার বিধান ন্যায়ানুগ। আমি আপনার নিকট প্রার্থনা করছি আপনার সকল নাম ধরে বা নামের ওসীলা দিয়ে, যে নামে আপনি নিজেকে ভূষিত করেছেন, অথবা যে নাম আপনি আপনার কিতাবে নাযিল করেছেন, অথবা যে নাম আপনি আপনার কোনো সৃষ্টিকে শিখিয়েছেন, অথবা যে নাম আপনি গায়বী জ্ঞানে আপনার একান্ত নিজের কাছে রেখে দিয়েছেন (সকল নামের ওসীলায় আমি আপনার কাছে চাচ্ছি যে,) আপনি কুরআন কারীমকে আমার অন্তরের বসন্ত, চোখের আলো, বেদনার অপসারণ ও দুশ্চিন্তার অপসারণ বানিয়ে দিন।”

যিকর নং ২৯: দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দু‘আ-১
আরবি উচ্চারণ:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ:
লা- ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা- ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুল আরশিল আযীম, লা- ইলা-হা ইল্লাল্লা- হু রাব্বুস সামাওয়া-তি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম।

অর্থ:
“নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, যিনি মহান, মহাধৈর্যময় মহা বিচক্ষণ, নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, যিনি মহান আরশের প্রভু, নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, যিনি আসমানসমূহের, জমিনের ও সম্মানিত আরশের প্রভু।”

যিকর নং ৩০: দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দু‘আ-২
আরবি উচ্চারণ:
اللَّهُ، اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا، اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا

উচ্চারণ:
আল্লাহু, আল্লাহু রাব্বী, লা উশরিকু বিহী শাইআন। আল্লাহু, আল্লাহু রাব্বী, লা উশরিকু বিহী শাইআন।

অর্থ:
“আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরীক করি না, আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরীক করি না।”

 

রূপালী বাংলাদেশ

Link copied!