ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: অর্থ ও ফজিলত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:২৩ পিএম

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: অর্থ ও ফজিলত

ছবি: সংগৃহীত

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু একটি কথা নয়, এটি এক ধরনের আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতীক। এটি বিপদ, ক্ষতি, মৃত্যু বা যেকোনো কষ্টের সময় আমাদের জন্য শান্তি, সাহস এবং আল্লাহর রহমত লাভের একটি প্রার্থনা। 

অর্থ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা অর্থ: “আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব।” 
এই শব্দগুলি মহান আল্লাহর প্রতি ঈমান এবং আত্মসমর্পণকে প্রকাশ করে, যখন কোনো বিপদ বা দুঃখ-কষ্ট আসে। 

বিশেষ করে, যখন মানুষের মৃত্যু ঘটে, তখন এই কথাটি বলা হয়। এটি আধ্যাত্মিকভাবে ব্যক্তির ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাসের সংকেত।

কখন পড়তে হয়: এ দোয়া কোনো ধরনের বিপদ, কষ্ট, দুঃখ, বা ক্ষতির সম্মুখীন হলে পাঠ করা উচিত। এটা শুধু মৃত্যুর ক্ষেত্রে নয়, বরং জীবনের যেকোনো বিপদে, এমনকি দৈনন্দিন জীবনের সমস্যা এবং আঘাতের সময়ও এই দোয়া পড়া উচিত।

মহান আল্লাহ বলেন, সূরা বাকারা (২:১৫৫-১৫৬): "আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান-মাল ও ফলের অভাবে। আর তোমরা যারা ধৈর্যশীল, তাদেরকে সুসংবাদ দাও। তারা যখন তাদের ওপর বিপদ আসে, তখন বলে, ‘আমরা আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁর কাছে ফিরে যাব।’

ফজিলত (পুণ্য): রহমত লাভের জন্য এবং বিপদ-কষ্টে ধৈর্য ধরার জন্য, এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন যে, যে ব্যক্তি বিপদে পড়লে এই দোয়া পড়ে, আল্লাহ তার জন্য তা পুরস্কৃত করবেন এবং বিপদের পরিবর্তে ভালো কিছু দান করবেন।

উম্মে সালমা (রা) এর হাদিস: একবার, উম্মে সালমা (রা) থেকে বর্ণিত হয়েছে যে, যখন তাঁর স্বামী আবু সালমা (রা) মারা যান, তিনি এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ তার পরিবর্তে তাঁর জন্য আরও ভালো কিছু দান করেছিলেন। আল্লাহ তাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে স্বামী হিসেবে দান করেছেন।

মুয়াত্তা ইমাম মালিক (৫৪৬): “যারা বিপদে পড়লে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাদের জন্য তা উপকারী করবেন।” এই হাদিস থেকে জানা যায় যে, এই দোয়াটি আমাদের ঈমান এবং ধৈর্যের পরীক্ষায় খুবই সহায়ক এবং পুণ্য অর্জনের উপায়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!