৫৮তম বিশ্ব ইজতেমার আজ প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।মোনাজাত শেষে মাওলানা যুবায়ের এ ঘোষণা দেন। শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, ২০২৬ সালের বিশ্ব ইজতেমা টঙ্গীতে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ইজতেমা হবে ২, ৩, ৪ জানুয়ারি। এরপর চার দিনের বিরতির পর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৯, ১০, ১১ জানুয়ারি।
আপনার মতামত লিখুন :