ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন আজহারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শুরু হতে যাওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

এ বিষয়ে শায়খ ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।

[33365]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।