তারাবি পড়াতে মালয়েশিয়া গেলেন দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ তরিকুল ইসলাম। তারাবি ও ঈদের নামাজ পরিচালনা করে তার দেশে ফেরার কথা রয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মালয়েশিয়া পৌঁছেছেন।
বিভিন্ন দেশে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের অসংখ্য হাফেজ। বিদেশের মাটিতে কোরআনের মধুর সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আবেগঘন ও আবেশময়। এ রেওয়াজ বেশ পুরোনো হলেও মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস কম। কিন্তু হাফেজ তরিকুল ব্যতিক্রম। তিনি গত বছরও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। এবারও তাদের আমন্ত্রণে কোতারায়ায় তারাবি পড়াবেন তিনি।
হাফেজ তরিকুল ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিল আন্তর্জাতিক মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়েছেন। তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেছার আহমদ আন নাশিরীর কাছ থেকে।
দুবাই আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ২০১৭ সালে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক।