ঢাকা রবিবার, ০২ মার্চ, ২০২৫

তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের আনুষ্ঠানিকতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত

সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা। তারাবির নামাজ আদায়ের পর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।

শনিবার (১ মার্চ) রমজানের প্রথম তারাবির নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে।

সরেজমিনে দেখা যায়, বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। রাত সোয়া আটটায় নামাজ শুরু হলেও তার অনেক আগেই মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। অন্যান্য মসজিদেও মুসল্লিতে পূর্ণ। কোথাও তিল ধারণের জায়গা নেই। রমজান পেয়ে সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস দেখা গেছে।

এছাড়া রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও এমন চিত্র চোখে পড়েছে। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ। মসজিদগুলো সব ফ্লোর মুসল্লিতে ভরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে মসজিদের আঙিনায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে নামাজ আদায় করছেন। ঢাকা ছাড়াও সারাদেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে,  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে।