বাংলাদেশে প্রথম রোজা ১৩ ঘণ্টা, যেসব দেশে ২০’রও বেশি...

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৭:৪৯ পিএম

বাংলাদেশে প্রথম রোজা ১৩ ঘণ্টা, যেসব দেশে ২০’রও বেশি...

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আবারও ফিরে এলো মাহে রমজান। তবে এই রমজান মাসে রয়েছে সময়েল ভিন্নতা। একেক অঞ্চলে এক রকম সময়। কারণ দিন-রাত্রির সমন্বয়ে রোজা রাখতে হয়। পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের সব মুসল্লি। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে দ্বিতীয় রমজান। অপরদিকে বাংলাদেশের মানুষ আজ রোববার (২ মার্চ) প্রথম রোজা রাখছেন। বাংলাদেশে আজ প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হচ্ছে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ। 

তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখান মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এরমধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়। সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখেন।

পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়—  কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।

পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়। সূত্র: গালফ নিউজ

আরবি/এস

Link copied!