ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫

আল-কোরআনের আলোকযাত্রার গ্র্যান্ড ফিনালে ও ইফতার মাহফিল কাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা-এর উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহের সব জেলার হিফজুল কোরআন প্রতিযোগিতা আল-কোরআনের আলোকযাত্রা ২০২৪-২৫-এর ফাইনাল রাউন্ড (গ্র্যান্ড ফিনালে) কাল শনিবার অনুষ্ঠিত হবে। 

গ্র্যান্ড ফিনালে উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকার দ্বিতীয় তলায় বিকেল ৩টায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা-এর সভাপতি ও কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। 

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন মো. মাসুদ রানা, আহ্বায়ক, আল-কোরআনের আলোকযাত্রা ও অতিরিক্ত কর কমিশনার এবং মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম, মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি।