ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত যেটি আল্লাহর অন্যতম প্রিয়। আর আল্লাহ এই ফরজ ইবাদতের মাস হিসেবে গ্রহণ করেছেন পবিত্র রমজান মাস। এ মাসেই ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখার পাশাপাশি ধর্মীয় সব বিধান নিয়ম অনুযায়ী পালন করে থাকেন।
এ মাসজুড়ে মুমিন বান্দারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতে মশগুল হন, দান-সদকা করেন, রোজা রাখেন। নিজেদের পবিত্র রাখার চেষ্টার করেন। এমনকি সব ধরনের ধুমপান থেকে নিজেদের সংযত রাখার চেষ্টাও করেন।
প্রশ্ন হলো ইচ্ছে করে সিগারেটের ধোঁয়া মুখে নিলে রোজা ভেঙে যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ‘খাবার জাতীয় কোনো বস্তু যদি পাকস্থলীতে পৌঁছে রোজা ভেঙে যাবে। অনিচ্ছায় যদি কারো নাক, মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে এর কারণে রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছে করে কেউ এমন করে তাহলে রোজা ভেঙে যাবে।’
আপনার মতামত লিখুন :