কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ইসলামে পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। ইমানের পর ফরজ নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। মুসলিম নারী-পুরুষের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ।
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আছে নির্ধারিত সময়। মুসলমানদের দায়িত্ব হলো যথাসময়ে ফরজ নামাজ আদায় করা। তাই প্রতিটি নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় তা জানা অত্যন্ত জরুরি।
আজকের নামাজের সময়সূচি-
জোহর - ১২:১০ মিনিট।
আসর - ৪:২৬ মিনিট।
মাগরিব - ৬:০৯ মিনিট।
ইশা - ৭:২৪ মিনিট।
ফজর (আগামীকাল মঙ্গলবার) - ৪:৫০ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : ০৫ মিনিট।
সিলেট : ০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা : ০৩ মিনিট।
রাজশাহী : ০৭ মিনিট।
রংপুর : ০৮ মিনিট।
বরিশাল : ০১ মিনিট।
আপনার মতামত লিখুন :