হাদিস ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মহানবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কথা, কাজ এবং অনুমোদিত কর্মকাণ্ডের সংকলন। হাদিস ইসলামের বিধান, নৈতিকতা, আদর্শ এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনের নির্দেশনা প্রদান করে। আসুন জেনে নেই কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“নিশ্চয়ই কাজের ফল নির্ভর করে নিয়তের ওপর, আর প্রত্যেক ব্যক্তির জন্য সে যা নিয়ত করে।”
(সহিহ বুখারি, হাদিস নং ১; সহিহ মুসলিম, হাদিস নং ১৯০৭)“তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যার চরিত্র সর্বোত্তম।”
(সহিহ বুখারি, হাদিস নং ৬০৩৫)“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।”
(সহিহ বুখারি, হাদিস নং ৬০১৮; সহিহ মুসলিম, হাদিস নং ৪৭)“যে ব্যক্তি দুনিয়াতে কারও কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
(সহিহ মুসলিম, হাদিস নং ২৬৯৯)“যে ব্যক্তি তার মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করল, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে।”
(সুনান ইবনে মাজাহ, হাদিস নং ৩৬৬২)
আপনার মতামত লিখুন :