ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আজকের নির্বাচিত হাদিস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

হাদিস ইসলামের গুরুত্বপূর্ণ উৎস, যা নবী মুহাম্মদ (সা.) এর ভাষা, কাজ এবং আচরণের বর্ণনা দেয়। হাদিসের মাধ্যমে মুসলমানরা নবীর জীবনের আদর্শ অনুসরণ করতে পারেন এবং ইসলামী বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস:

১. ‘বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা (সিজদায় গিয়ে) বেশি করে দু’আ কর।’

- মুসলিম, রিয়াদুস সালেহীন- ১৪৯৮

২. ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’

- সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪

৩. ‘নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে।’

- তিরমিযী, মিশকাত হা/ ৩১০৯

৪. ‘তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না- (১) পিতা-মাতার অবাধ্য সন্তান (২) বাড়ীতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী (দাঈয়ুস) (৩) পুরুষের বেশ ধারণকারী নারী।’

- নাসাঈ হা/২৫৬২; তারগীব হা/২৯৬৫

৫. ‘যে ব্যক্তি কোন মুসলিমের ক্ষতি করবে প্রতিদানে আল্লাহ তা‍‍`আলাও তার ক্ষতি করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দেবে আল্লাহ এর প্রতিদানে তাকে কষ্ট দিবেন।’

- আবু দাউদঃ ৩৬৩৫; তিরমিযীঃ ১৯৪০; বুলুগুল মারামঃ ১৫০১