শনিবার, ২৯ মার্চ, ২০২৫

রমাজানের শেষ দশ দিনে রাসূল (সা.) যে ইবাদত করতেন

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:০৩ পিএম

রমাজানের শেষ দশ দিনে রাসূল (সা.) যে ইবাদত করতেন

রমজানের বাকি দিনগুলোর চেয়ে শেষ ১০ দিনের ফজিলত অনেক বেশি। এই দশ রাত যেমন শ্রেষ্ঠ, তেমনই দিনগুলোও ফজিলতে পূর্ণ। এই সময়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতে নিবিড়ভাবে মগ্ন থাকতেন। রমজানের শেষ দশ দিনে নবীজির আমলগুলো হল...

(১) প্রথম ২০ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না। কিছু সময় ইবাদত করতেন, আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমাযানের শেষ দশ রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না। রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন।

সে সময় তিনি কুরআন তিলাওয়াত, সালাত আদায় সদাকা প্রদান, যিকর, দু‘আ, আত্মসমালোচনা ও তাওবাহ করে কাটাতেন। আল্লাহর রহমাতের আশা ও তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশুখুজু ও বিনম্রচিত্তে ইবাদতে মশগুল থাকতেন।

(২) হাদীসে এসেছে সে সময় তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেধে নিতেন। এর অর্থ হল, রাতগুলোতে। তাঁর সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিল। নিজে যেমন অনিদ্রায় কাটাতেন তাঁর স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য।

(৩) কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশদিনের পুরো সময়টাতে ইতেকাফরত থাকতেন। (মুসলিম: ১১৬৭)

আরবি/জেডি

Link copied!