ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আজকের নির্বাচিত হাদিস (২৯ মার্চ,২০২৫)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

হাদিস শরীফ ইসলামি আইন ও বিধান তৈরি করার ক্ষেত্রে পবিত্র কুরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। হাদিস ইসলামিক ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর কথা, কর্ম, অনুমোদন এবং শর্তাবলী সম্পর্কে বর্ণনা করে। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস:

প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন,

১। বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা (সিজদায় গিয়ে) বেশি করে দু’আ কর।

- মুসলিম, রিয়াদুস সালেহীন- ১৪৯৮

২। নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।

-সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪

৩। তুমি পূণ্যের কোন কাজ কে তুচ্ছ মনে করো না। যদিও তুমি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করতে পার।

- রিয়াদুস সালেহীনঃ ১২৩, মুসলিম- ২৬২৬, তিরমিযী- ১৮৩৩, ইবনে মাজাহ- ৩৩৬২, দারেমী- ২০৭৯

৪। তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়ঃ আত্মীয়-স্বজন, তার মাল ও তার আ‍‍`মল। অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়। তার আত্মীয়-স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আ‍‍`মল (তার সঙ্গে) রয়ে যায়।

- রিয়াদুস সালেহীন- ১০৬, বুখারী- ৬৫১৪, মুসলিম- ২৯৬০, তিরমিযী- ২৩৭৯, নাসায়ী- ১৯৩৭, আহমাদ- ১১৬৭০

৫। আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন।"

- রিয়াদুস সালেহীনঃ ৪০; বুখারী-৫৬৪৫, আহমাদ-৭১৯৪, মুওয়াত্তা মালেক-১৭৫২