ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

আজকের নির্বাচিত হাদিস (০৫ এপ্রিল ২০২৫)

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:০৯ এএম
প্রতীকী ছবি

হাদিস শরীফ ইসলামি আইন ও বিধান তৈরি করার ক্ষেত্রে পবিত্র কুরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। হাদিস ইসলামিক ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর কথা, কর্ম, অনুমোদন এবং শর্তাবলী সম্পর্কে বর্ণনা করে। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস-

প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন,

১। ‘নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’

- সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪

২। ‘আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন।’

- রিয়াদুস সালেহীনঃ ৪০; বুখারী-৫৬৪৫, আহমাদ-৭১৯৪, মুওয়াত্তা মালেক-১৭৫২

৩।  ‘মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।’

- আত তারীখুল কাবীর, আস-সহীহা হা/ ১০৬৩

৪।  ‘মুনাফিকের আলামত তিনটি- (১) যখন কথা বলে মিথ্যা বলে, (২) যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং (৩) আমানত রাখা হলে খিয়ানত করে।’

- বুখারীঃ ৩৩; মুসলিমঃ ৫৯; বুলুগুল মারামঃ ১৪৮৫

৫। ‘চরম সর্বনাশ ঐ ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে থাকে। তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ।’

- তিরমিযীঃ ২৩১৫; আবু দাউদঃ ৪৯৯০