হাদিস শরীফ ইসলামি আইন ও বিধান তৈরি করার ক্ষেত্রে পবিত্র কুরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। হাদিস ইসলামিক ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর কথা, কর্ম, অনুমোদন এবং শর্তাবলী সম্পর্কে বর্ণনা করে। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস-
প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন,
১। দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত।
-সহিহ মুসলিম: ২৯৫৬
২। যখন তোমাদের কেউ খুশি হয়, তখন ‘আলহামদুলিল্লাহ’ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ বলা উচিত।
-সুনান ইবনে মাজাহ: ৩৮০৩
৩। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক বা আগন্তুক।
-সহিহ বুখারি: ৬৪১৬
৪। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।
-সহিহ বুখারি: ৬০১৩, সহিহ মুসলিম: ২৩১৯
৫। তোমরা কষ্টে থাকা মুসলিম ভাইদের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন।
-সহিহ মুসলিম: ২৬৯৯
আপনার মতামত লিখুন :