ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আজকের নির্বাচিত হাদিস (১২ এপ্রিল, ২০২৫)

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৯:০২ এএম
প্রতীকী ছবি

হাদিস শরীফ ইসলামি আইন ও বিধান তৈরি করার ক্ষেত্রে পবিত্র কুরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। হাদিস ইসলামিক ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর কথা, কর্ম, অনুমোদন এবং শর্তাবলী সম্পর্কে বর্ণনা করে। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস-

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

১। যখন তোমাদের কেউ খুশি হয়, তখন ‘আলহামদুলিল্লাহ’ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ বলা উচিত।
-সুনান ইবনে মাজাহ: ৩৮০৩

২। যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 

-সহিহ মুসলিম: ৯১

৩। নিশ্চয়ই, আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল। 

-সহিহ বুখারি: ১, সহিহ মুসলিম: ১৯০৭

৪। নম্রতা যে কোনো বিষয়ে থাকলে তা সুন্দর করে, আর তা না থাকলে তা খারাপ করে। 

-সহিহ মুসলিম: ২৫৯৪

৫। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। 

-সহিহ বুখারি: ৬৪৬৪