ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

তথ্য-প্রযুক্তির যুগে ইসলামি শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০২:৩৮ পিএম

তথ্য-প্রযুক্তির যুগে ইসলামি শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ

আজ পৃথিবী গ্লোবাল ভিলেজ হিসেবে গণ্য। বিকাশের অগ্রগতির এ সময়টাকে বিশ্বজুড়ে চিহ্নিত করা হচ্ছে তথ্য-প্রযুক্তির যুগ হিসেবে। বিজ্ঞানের যুগ পেরিয়ে আমরা এখন প্রযুক্তির যুগে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা দ্বারাই নির্ধারিত হচ্ছে দেশ বা রাষ্ট্রের ক্ষমতা। প্রযুক্তির অবাধ ব্যবহার আমাদের পৃথিবীকে গ্লোবাল ফ্যামিলিতে পরিণত করেছে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট উদ্ভাবন মানবসভ্যতাকে পৌঁছে দিয়েছে ভিন্ন এক উচ্চতায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল যুগে শিখন-শেখানো কার্যক্রমে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলে হয় না। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনায় কতগুলো বিষয়ে দক্ষতা ও কৌশল অবলম্বন করতে হয়, যা সামগ্রিকভাবে শিক্ষা বা জ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট।

ইসলাম আমাদের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ( قُلۡ رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا ) ‘আপনি বলুন, আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন’ (সূরা ত্বহা: ১১৪)। এই জ্ঞান অর্জনের নির্দেশ কেবল ধর্মীয় বিষয়ে নয়, বরং জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।

তথ্য-প্রযুক্তি বা ডিজিটাল যুগের প্রসার মানুষকে জ্ঞানের দিগন্তে নিয়ে গেছে। ইসলামিক শিক্ষা এখন অনলাইনে সহজলভ্য। কুরআন তিলাওয়াত, হাদিস, ফিকহসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও, অ্যাপস, এবং অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসে জ্ঞান অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ( عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ قَال أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ{رواه الترمذي) হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম (জ্ঞান) অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। (সহিহ মুসলিম, ২৬৯৯)।

তবে এই যুগে ইসলামিক শিক্ষার চ্যালেঞ্জও রয়েছে। অনলাইনে ভুল তথ্য, বিভ্রান্তিমূলক মতবাদ এবং ভুল শিক্ষার প্রসার একটি বড় সমস্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় এবং অবহেলা অনেক মুসলিম তরুণকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক জ্ঞানের উৎস বেছে নেয়া জরুরি। এ বিষয়ে আল্লাহ বলেন, (وَ لَا تَلۡبِسُوا الۡحَقَّ بِالۡبَاطِلِ وَ تَكۡتُمُوا الۡحَقَّ وَ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ) তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না। (সূরা বাকারা : ৪২) আমাদের উচিত নির্ভরযোগ্য আলেমদের অনুসরণ করা এবং তরুণ প্রজন্মকে সঠিকভাবে দিকনির্দেশনা দেয়া।

তথ্য-প্রযুক্তির যুগে ইসলামি শিক্ষা শুধু চ্যালেঞ্জ নয়, একটি সুযোগও। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আমরা ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ও সমাজকে পরিচালিত করতে পারি।

আরবি/ এইচএম

Link copied!