ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কুয়েট ভিসির পদত্যাগ চেয়ে সারজিসের স্ট্যাটাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০২:০৩ পিএম
সারজিস আলম ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, কুয়েট এর ভিসি'র পদত্যাগ চাই।

তিনি লিখেন, লজ্জায় পদত্যাগ করার মত ব্যক্তিত্ব না থাকলে বাধ্যতামূলক সরানো হোক।

এর আগে ,সোমবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক প্রোফাইলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসিকে অপসারণের আহবান জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ লিখেন,  কুয়েটের ভিসিরে সরানোর মতো যদি ক্ষমতা না থাকে তাইলে গদি ছাড় ইন্টিরিম। সৈকতদের কিছু হওয়ার আগেই কুয়েটের ভিসি সরান। এইটা ওয়ার্নিং, এইটা থ্রেট। 

তিনি লিখেন, সৈকতদের কিছু হইলে আপনাদের অনেক বড় মূল্য চোকাইতে হবে।