ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

‘এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৫:০৩ এএম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগতভাবে নতুন রাজনৈতিক দল এনসিপির (ন্যাশনাল ক্যাম্পাস পার্টি) সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

 উমামা ফাতেমা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা আমি এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তি এই দলটির সঙ্গে যুক্ত থাকলেও, ব্যক্তিগতভাবে আমার কোনো সংযোগ নেই।’

তিনি আরও অনুরোধ করেন, এনসিপি সংক্রান্ত কোনো পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা যেন তাঁর কাছে না পাঠানো হয়। এতে দুপক্ষের সময় বাঁচবে বলেও মন্তব্য করেন তিনি।

উমামা ফাতেমা বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে পরিচিত। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে এনসিপি ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান হলো।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সংগঠনের মধ্য থেকে এনসিপির মতো নতুন দল গঠনের খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ছাত্ররাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। এ প্রেক্ষিতে উমামার এ স্পষ্ট অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।