ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

‘সংস্কার প্রস্তাবে পশ্চিমাপ্রীতি-দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪৪ পিএম
শায়খ আহমদুল্লাহ। ছবি: সংগৃহীত

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক গবেষক এবং আলোচক শায়খ আহমদুল্লাহ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লিখেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এ দেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীলনকশা। এই আরোপিত প্রস্তাবনা এ দেশের মাটিলগ্ন সমাজ ও পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধের শামিল। 

তিনি লিখেন, ৩১৮ পৃষ্ঠার এ প্রস্তাবনার পাতায় পাতায় কমিশন-সদস্যদের অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে। কমিশন এ দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা-সংস্কৃতি ও ধ্যান-ধারণার অন্ধ অনুসারী মাত্র। 

শায়খ আহমদুল্লাহ লিখেন, পশ্চিমারা জাগতিক জ্ঞান-বিজ্ঞানে আমাদের চেয়ে হয়তো একশ বছর এগিয়ে আছে। কিন্তু দাম্পত্য সুখ ও পরিবারিক জীবনে আমরা তাদের চেয়ে দুইশ বছর এগিয়ে আছি।

তিনি আরও লিখেন, সংস্কারের নামে পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমদানি করা হবে নিজের পায়ে কুড়াল মারার নামান্তর। দেশবাসী এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না।