সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। কিছু ব্যবহারকারী দাবি করছেন, এটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি সাংস্কৃতিক আয়োজন।
তবে অনুসন্ধানে জানা গেছে, এ দাবি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একটি আনুষ্ঠানিক আয়োজন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাকে সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করছেন। বিষয়টি ঘিরে বিভ্রান্তি ছড়ায়, যখন একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়—‘আশ্চর্য! বাংলাদেশে শিবির এখন নাচে!’
এ বিষয়ে ঢাবির কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘এ ধরনের গুজব উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।’
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ফেসবুক পোস্টে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের চান্সপ্রাপ্ত ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ইনরফরমেশন বুথ ও হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। হেল্প ডেস্কের পাশাপাশি চাবির রিং, কলম, পানি এবং হালকা নাস্তার ব্যবস্থা করা হয়।
হেল্প ডেস্কের সম্মুখে নৃত্যকলা বিভাগের ভিন্ন একটি প্রোগ্রামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাত্রশিবিরের আয়োজন হিসেবে বহুলভাবে প্রচারিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারপারসন তামান্না রহমান বলেন, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বিভাগটির শিক্ষার্থীরা একটি র্যালি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। ভিডিওতে যে অংশটি দেখা যাচ্ছে, তা ছিল সেই কর্মসূচিরই একটি অংশ।
ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাট্যকলা বিভাগ জানিয়েছে, একাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক রং দিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।