অপারেশন ডেভিল হান্ট নিয়ে জুলকারনাইন সায়ের সম্প্রতি একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, "The devil wears Prada, but devil hunters wear FSMO. সময় থাকিতে গর্তে ঢুইক্যা যাওয়া শইল্যের জন্যে ভালা। গর্তে ঢুইকতে আপত্তি থাকিলে `যাহা বলিবো সত্য বলিবো` এই কথা বলিয়া সাদা পতাকা উড়াইয়া নিজ নিজ অবস্থান জানান দিন।"
তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে একটি হুঁশিয়ারি বার্তা হিসেবে দেখছেন, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন। ডেভিলদের জন্য পালানোর সুযোগ থাকলেও, সত্য প্রকাশ করতে চাইলে আত্মসমর্পণের বিকল্প নেই।
এখন দেখার বিষয়, অপারেশন ডেভিল হান্টের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং জুলকারনাইন সায়েরের এই বার্তার কী প্রতিক্রিয়া দেখা যায়।
আপনার মতামত লিখুন :