এই সমেয়ের সবচেয়ে আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য ৪০ মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধম্য ফেসবুকে নিজের শারীরিক চিকিৎসা বিষয়ে এ আবেগঘন পোস্টে লিখেছেন....
রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য হুবহু পোস্টটি হলো..
আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারী হবে জেনারেল এনেস্থিসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারী করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারী করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।
আমার ভিডিও হয়তো নিয়মিতই দেয়া যাবে। রেকর্ড করে দেয়া আছে গত রাতেই। ঠিক কতোদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারীর পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।

এনেস্থিসিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশীর ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার।
তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনভাবেই যার যোগ্য ছিলাম না।
যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারো জন্য থেমে থাকেনা। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সাথে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই।
ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন।
ফি আমানিল্লাহ
ইনকিলাব জিন্দাবাদ।
এ পোস্টের নিচে মানুষের নানা ধরনের কমেন্ট দেখা যাচ্ছে। একজন লিখছে....‘বাংলাদেশের অস্থিরতা না কমা পর্যন্ত আল্লাহ আপনারে ঘুমায় রাখুন। দেশ সুস্থ হলে পরে আমরা আপনার সুস্থতা চাই, যেন আপনি মাতৃভূমিতে ঘুরতে আসতে পারেন। বগুড়ায় গিয়ে আলুঘাটি আর বোয়াল মাছের পেটির ঝোল দিয়ে ভাত খেতে পারেন।,
আপনার মতামত লিখুন :