সোমবার, ৩১ মার্চ, ২০২৫

সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার দাবি, ফ্যাক্টচেক কী বলছে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১১:২২ এএম

সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার দাবি, ফ্যাক্টচেক কী বলছে?

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা ও চট্রগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়ে লাইনচ্যুত হয়েছে শীর্ষক দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। যা মুহুর্তের মধ্যেই জনমনে ভীতির সৃষ্টি করেছে।

তবে এই দুর্ঘটনার দাবিতে যে ছবিগুলো প্রচার করা হচ্ছে সেগুলো সাম্প্রতিক সময়ের নয় এবং সম্প্রতি ট্রেনটি দুর্ঘটনার শিকারও হয়নি। তথ্যের সতত্যা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ২০২৩ সালের পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ১৬ এপ্রিল একই ছবিগুলো পোস্ট করতে দেখা যায়। এসব পোস্ট থেকে জানা যায়, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাসানপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এগুলো উক্ত ঘটনারই ছবি।

জাতীয় গণমাধ্যমগুলোর ওয়েবসাইটে একইদিনে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনায় পড়েছিল চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। ১৬ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয় বলে জানানো হয় সেই প্রতিবেদনগুলোতে।

রিউমর স্ক্যানার বলছে, সম্প্রতি সোনার বাংলা এক্সপ্রেসে দুর্ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। সুতরাং, সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার ২০২৩ সালের ছবিকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

আরবি/এফআই

Link copied!