বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টাকে নিয়ে সারজিসের স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১২:৪৮ পিএম

প্রধান উপদেষ্টাকে নিয়ে সারজিসের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে  সারজিস আলম লিখেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, আমরা যারা বিভিন্ন ধর্মের আছি, আমরা একসঙ্গে যেন মিলেমিশে থাকি। এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যাঁরা বসবাস করেন, যাঁরা এই দেশের নাগরিক, তাঁদের প্রত্যেকের দেশ হচ্ছে এটা। মানুষের ভেতরে কিন্তু একটা বদ্ধমূল ধারণা আছে যে আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে তিনি মনে হয় নৌকায় ভোট দেন। এই ধারণা যেমন অন্যান্য ধর্মের বা রাজনীতির যাঁরা মানুষ, তাঁদের পাল্টাতে হবে; আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে।

আরবি/এসবি

Link copied!