যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রী নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে বৈঠক করার খবর পাওয়া গেছে।
ওই বৈঠকে ছিলেন পতিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
ওই বৈঠককালীন কফি নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে পালাতক নেতাদের চেহারায় কোনো অপরাধবোধ না থাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে।
এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।
ভাইরাল হওয়া ওই ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘খুনি হাসিনার দোসর, বাংলাদেশের জনগণের অর্থ লুন্ঠনকারীরা, বিপুল পরিমাণ অর্থ লুট করে পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে!’
‘তাদের কয়েকজনকে লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এই সব গণশত্রুদের প্রতিহত করার জন্য প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
প্রসঙ্গত, ছাত্রজনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে গেলে তার মন্ত্রী এমপিরা কেউ কেউ গ্রেপ্তার হলেও অনেকেই দেশ থেকে পালিয়ে যান।
পালিয়ে গিয়ে এতোদিন গোপনে থাকলেও এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন পতিত আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা।
এরআগে যুক্তরাজ্যের লন্ডনে একটি ইফতার পার্টিতে ওই নেতাদের দেখা গিয়েছিল। এবার বৈঠক করার খবর এল।
বিভিন্ন সূত্র জানায়, বিদেশে পালিয়ে যাওয়া নেতারা দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন।
আপনার মতামত লিখুন :