মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১১:০৬ এএম

অসাবধানতাবশত বলা কথায়  ঢাবি ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১১:০৬ এএম

অসাবধানতাবশত বলা কথায়  ঢাবি ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত মানববন্ধনে দেওয়া বক্তব্যের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ এবং ‘সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির ‘র’-ও বুঝে না’ অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

সোমবার (২১ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে  ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখেন, ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেওয়া বক্তৃতার দুটি অংশ নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা লক্ষ্য করছি।

তিনি লিখেন, আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির ‘র’ নিয়েও মাথা ঘামায় না।

তিনি আরও লিখেন, আমি আমার বক্তব্যে অসাবধানতাবশত এ বাক্যটি বলেছি। আমি এ বাক্য দ্বারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কখনোই প্রশ্ন তুলিনি এবং আমি আমার পুরো রাজনৈতিক জীবনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ রকম মনোভাব কখনো কোথাও পোষণ করিনি। বরং আমি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং আজীবন তা ধারণ করার জন্য বদ্ধপরিকর। কিন্তু তা সত্ত্বেও আমার এই কথায় কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সাহস লিখেন, বক্তব্যের একটি পর্যায়ে তথাকথিত শব্দটি অনেকটা অসাবধানতাবশত ‘জুলাই-আগস্টের আন্দোলন’ কথাটির আগে আমি উচ্চারণ করেছি। এ বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। কারণ এ বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে।  আমার অনাকাঙ্ক্ষিত এই কথাটি সেই আবেগের জায়গায় যদি আঘাত দিয়ে থাকে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি  লিখেন, আমি আশা রাখব আমরা সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরও অধিক পরিমাণে রাজনীতি সচেতন হব এবং গঠনমূলক সমালোচনা ও তার যুক্তিযুক্ত জবাবের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ চর্চাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

রূপালী বাংলাদেশ

Link copied!