ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০২:২৮ পিএম

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিজেই তার ফেসবুকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তনি লিখেছেন, “সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।”

জানা গেছে, শাহাদাৎ হোসাইন দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন এবং তাকে ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। প্রায় দুই মাস তিনি ব্যাংকক ও ঢাকার মধ্যে যাওয়া-আসা করেছিলেন।

তনির স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। তনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন। সামাজিক মাধ্যমে নানা সমালোচনার শিকার হলেও, তনি এসবকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী ছিলেন।

তার ১২টি শোরুম রয়েছে এবং তিনি ‘সানভিস বাই তনি’ নামে একটি ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী। তার এই যাত্রা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে সফল হয়েছেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

আরবি/এফআই

Link copied!