বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, তার ছবি ব্যবহার করে কিছু মানুষ বিভিন্ন তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
এ বিষয়ে তিনি নিজেই সোচ্চার হয়ে গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়েছেন।
পোস্টে সারজিস লিখেছেন, “দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়। খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু অসাধু লোক এসব ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি এবং সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এই নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে, তাদের মুখের ওপর সরাসরি ‘না’ বলে দিতে আমি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এগুলোর জন্য এত মানুষ রক্ত এবং জীবন দেয়নি।”
আপনার মতামত লিখুন :