সামনে রোজা আসছে। সরকারের কাছে জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখার কথা ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুকে এ পোস্ট দেন।
ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত লিখেছেন, `সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যে মানুষের নাগালের মধ্যে রাখতে হবে`।
তিনি আরও লেখেন, `ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে`।
এর আগে এক পোস্টে হাসনাত নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্যে সরকারের বর্ধিত কর নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :