ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

রোজা ঘিরে সরকারের প্রতি যে আহ্বান হাসনাতের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫৯ পিএম

রোজা ঘিরে সরকারের প্রতি যে আহ্বান হাসনাতের

ছবি: রূপালী বাংলাদেশ

সামনে রোজা আসছে। সরকারের কাছে জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখার কথা ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুকে এ পোস্ট দেন।

ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত লিখেছেন, ‍‍`সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যে মানুষের নাগালের মধ্যে রাখতে হবে‍‍`।

তিনি আরও লেখেন, ‍‍`ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে‍‍`।

এর আগে এক পোস্টে হাসনাত নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্যে সরকারের বর্ধিত কর নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!