সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলে সেটা অন্য রাজনৈতিক দলগুলো মানবে না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানান সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন। সেখানে তিনি নাহিদের বিএনপিকে নিয়ে দেওয়া পোস্টটি দিনে ৩ বার করে ৭ দিন পড়ার পরামর্শ দেন।
উপদেষ্টা নাহিদ ইসলামকে ট্যাগ করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সারজিস লিখেছেন, নাহিদ ইসলাম এর আজকের পোস্টটা দিনে ৩বার করে আগামী ৭দিন পড়বেন। অবশ্যই পড়বেন।
মন্তব্যের ঘরে তিনি নাহিদ ইসলামের পোস্টটির লিঙ্ক শেয়ার করেছেন।
এর আগে মির্জা ফখরুল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রতিক্রিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। তারা তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :