এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটো সেশনের রেওয়াজ থাকছে না বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটো সেশন নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে আমরা তো সংস্কার করতে আসা সরকার, আমাদের কেন রেওয়াজ মানতে হবে?”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, এ বছর থেকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে স্টেজে আর গ্রুপ ফটো তোলা হবে না। তবে ফটো সেশন কোথায় ও কিভাবে হবে, সে বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
আপনার মতামত লিখুন :