ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

লাখো মানুষকে ধানমণ্ডি ৩২ নাম্বারে ডাকলেন পিনাকী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:৩৪ পিএম
পিনাকী ভট্টাচার্য । ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নাম্বারে লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। এক পোস্টে তিনি বলেছেন, আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।

তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পিনাকী।

ওই পোস্টে তিনি বলেন, কাডাল রানী লাইভে যাবে যখন, তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।

সন্ধ্যা সাতটার দিকে আরেকটি স্ট্যাটাসে তিনি বলেন , বুলডোজার পাওয়া যায়নি তো কী হয়েছে, হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নাম্বারে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, শ্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তুপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। আজ রাত নয়টায়। ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি। 
ছাত্র জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ
ইনকিলাব জিন্দাবাদ।

লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে এখন পর্যন্ত ১৪ হাজার রিয়েক্ট পড়েছে, সাথে ৩৮৫ বার শেয়ার হয়েছে।