ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

হাসিনাসহ তার মন্ত্রী-এমপিদের আবাস গুঁড়িয়ে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৫১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ

ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীদের সকল আবাসস্থল ভেঙে সেখানে ভবন বানিয়ে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বুধবার (৫ ফব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে, সেখানে ভবন করে প্রতিটি শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি।

এ দিকে আরেক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।