ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "খুনি হাসিনা নিজেই দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।" তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, "খুনি হাসিনার বাংলাদেশবিরোধী ও গণঅভ্যুত্থানবিরোধী বক্তব্য যে গণক্ষোভের জন্ম দিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে।"
তিনি আরও উল্লেখ করেন, "সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে?"
এরপর তিনি লেখেন, "ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।"
এ ঘটনায়, প্রধান উপদেষ্টা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, "পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধ সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরে।"