ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

ড. ইউনূসের কথায় সাড়া দিয়ে পিনাকীর কড়া হুঁশিয়ারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০১:৫২ পিএম

প্রফেসর ইউনূসের কথা মেনে নিয়ে সবাইকে ভাঙাভাঙি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

নিজের ভেরিফায়েড পেইজ থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১ টা ৩৫ মিনিটে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন,

৩২ নাম্বারকে জয় বাংলা করার পরে আমাদের কোন এই মুহূর্তে রাজনৈতিক লক্ষ্যবস্তু নাই।বত্রিশ নাম্বারকে মাজার/মন্দির--এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না, জাস্ট ডাকেন সুপ্রিম আইকন/টোটেম অব ফ্যাসিস্ট/বাকশাল...ইত্যাদি।
প্রফেসর ইউনুস আহবান জানাইছেন এই সব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার। সব বন্ধ। যারাই ভাঙ্গাভাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন। পিরিয়ড।

[33365]

এর আগে ধানমণ্ডি ৩২ নম্বর নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে স্ট্যাটাস দেন পিনাকী । বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন তিনি।

[33181]

স্ট্যাটাসে তিনি, নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেন।

তিনি লিখেন, নুহাশ পল্লী জাতীয় সম্পদ। নুহাশ পল্লী জাতীয় করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ যাদুঘর করা হোক।