ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা জানালেন সারজিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:০৪ পিএম

গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক মো. সারজিস আলম।
[33714]

রোববার (৯ ফেব্রুয়ারি) ওই পোস্টে সারজিস জানান, ‘গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ১৩ থানায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮৫ জন।’

পোস্টে তিনি আরও লিখেন, ‌‘অভিযান চলমান...।’

এ ছাড়া ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শেখ হাসিনার দোসর ডিআইজি মোল্লা নজরুল, এসপি মান্নান, এসপি হাসনাত এবং এসপি আসাদুজ্জামান গ্রেপ্তার।