কীভাবে আগুন লাগল কাফির বাড়িতে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:১১ পিএম

কীভাবে আগুন লাগল কাফির বাড়িতে?

ছবি: সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। কীভাবে এ আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আগুন লাগার তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, মধ্য রাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন,  আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন।

বলা হচ্ছে, কাফি জড়াজড়ি করছে। আরে ভাই, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন।

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, তাদের বাড়ির দরজা কে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল। বিষয়টি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ আগে কাফি ফোন করে জানিয়েছেন, তিনি এসে অভিযোগ দেবেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পরিকল্পিত নাশকতার অভিযোগ উঠলেও এখনো কোনো কিছুই পরিষ্কার নয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!