প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য, ভালোবাসা জানালেন আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৭:৪১ পিএম

প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য, ভালোবাসা জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও । এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  বিকেলে  ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল লেখেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন হিমেল চাকমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাঠি আর বডি সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ এরে বের করে পুরস্কৃত করেন।’

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য। তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন।
 

আরবি/এসবি

Link copied!