‘অপারেশন ডেভিল হান্ট’নিয়ে আশফাক নিপুনের স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:০৮ এএম

‘অপারেশন ডেভিল হান্ট’নিয়ে আশফাক  নিপুনের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক  আশফাক  নিপুন।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক  স্ট্যাটাসে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে আশফাক নিপুন লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, ‍‍`ডেভিল হান্ট‍‍` টাইপের গালভরা নাম বাদ দিয়ে অপারেশন ছিনতাইকারী, অপারেশন ডাকাতবাহিনী, ধর্ষকবাহিনী শুরু করেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি বানান। অন্তত খলিফা হারুন আল রশিদের মত চেহারা ঢেকে রাস্তায় বের হয়ে দেখেন। নাহলে চেয়ার ছাড়েন।

আরবি/এসবি

Link copied!