বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১০:০৩ এএম

বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত

ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এই দাবি করেন। 

ইলিয়াস হোসাইন জানান, সেনা সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন এবং তার মতে সোহেল তাজকে আপাতত দেশের বাইরে যেতে না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডে বিপুলসংখ্যক সেনা সদস্য নিহত হন। এই ঘটনায় তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আমেরিকায় অবস্থান করছিলেন, এবং তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠেছিল। তবে, বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী তদন্তে সোহেল তাজের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইলিয়াস হোসাইন তাঁর স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সেনা সূত্রের দাবি অনুযায়ী, সোহেল তাজের নাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এবং তাকে বিদেশে যেতে না দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে, বিষয়টি নিয়ে এখনও কোনো সরকারী অবস্থান জানা যায়নি, তবে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক মহলে এটি নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!