৮ বছরের বন্ধুকে বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:৩৩ পিএম

৮ বছরের বন্ধুকে বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা

ছবি: সংগৃহীত

গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

শাকিলার পোস্ট থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তিনি। ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। দুজনের আগে থেকেই পরিচয় ছিল। প্রায় ৮ বছরের বন্ধুত্ব। তবে সেটাকে প্রেম বলা চলে না। এরপর পারিবারিক সিদ্ধান্তেই ছোট করে বিয়ের আয়োজন।

এদিকে, অভিনেত্রীর বিয়ের খবরে মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরবি/এসবি

Link copied!