ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

২০১৩ সালের গণহত্যার বিচার চাইলেন ছাত্রশিবির সভাপতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:০৩ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ২০১৩ সালের গণহত্যার বিচার দাবি করেছেন। আজ, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি), সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এই দাবি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ২০১৩ সালের আজকের দিন (২৮ ফেব্রুয়ারি) কুরআনের পাখি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। এদিন খুনি হাসিনার নির্দেশে প্রায় শতাধিক প্রতিবাদী জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল।

এছাড়াও তিনি পোস্টে উল্লেখ করেন, ফ্যাসিস্ট হাসিনা ও শাহবাগী দোসরদের এই হত্যাকাণ্ডের জন্য বিচার হতে হবে। ২৮ অক্টোবর পিলখানা, ২০১৩ শাপলা হত্যাকাণ্ড, জুলাই-আগস্টসহ প্রতিটি গণহত্যার বিচার চাই।

এভাবে তিনি বাংলাদেশের একাধিক ঘটনায় বিচার দাবি করেছেন।