অপুকে কটাক্ষ করে পরীর স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৫:২৯ পিএম

অপুকে কটাক্ষ করে পরীর স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ে না চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণির। ইতিপূর্বে তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে এবার  অপু বিশ্বাসের এক স্ট্যাটাসের কটাক্ষ করে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।

শনিবার (১ মার্চ) সকালে  ঘুম থেকে উঠেই  নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে...’।

তিনি আরও লেখেন, অহংকার আর আত্ম-অহংকার এর তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফু  টাং এর দিকে আগে আঙ্গুল দাও পিও। পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্যে, কিন্তু বদনামি কোন লোক নামি মানুষের নামে আসে না। এএএ….আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাঙ খুঁজে পেলাম উফ কি শান্তি লালালা……
 

রূপালী বাংলাদেশ

Link copied!