দেশে ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে ছিনতাইকারীর উৎপাতের । এবার রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ।
শনিবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে একথা জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’
আপনার মতামত লিখুন :