ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

সত্যিই কি মারা গেছেন ওবায়দুল কাদের? যা জানা গেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন’ দাবিতে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটিজেনদের মধ্যেও নানা সমালোচনা হচ্ছে।

তবে এ তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। এমনটাই জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, যে গণমাধ্যমগুলোর লোগো ও ডিজাইনে ওবায়দুল কাদের মারা যাওয়ার ফটোকার্ড শেয়ার করা হয়েছে, গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী এই প্রতিষ্ঠান।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া।