পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড কলকাতায় বৈঠক করেছেন- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও-তে এমনটাই দাবি করা হয়েছে। এতে করে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নানা মহলে চর্চিতও হচ্ছে। তথ্য যাচাইয়ের জন্য ‘রিউমার স্ক্যানার’ নামক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে।
সোমবার (৩ মার্চ) রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো সরকারি সফরের ভিডিও-কে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে।
Sting Newz নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর ‘কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যে ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটির ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে দেখা যায়। পরবর্তী সময়ে, বাংলাদেশি বেসরকারি চ্যানেল একাত্তর টিভি-র ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর ‘একান্ত বৈঠকে বসছে শেখ হাসিনা ও মমতা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিও-তে থাকা তার পরনে শাড়ির মিল রয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর ২২ নভেম্বর সরকারি সফরে কলকাতা পৌঁছান।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের তথ্যও সঠিক নয়। পুরোনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।