রাজনীতিতে হতাশা ও আশার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ইতোমধ্যে শিবির সভাপতির পোস্টটি ৮ হাজারের বেশি লাইক এবং ৫০০ জনের বেশি কমেন্ট করেছেন। শেয়ার হয়েছে কয়েকশত।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত গভীর রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে মন্তব্য করেছেন।
জাহিদুল ইসলাম তার স্ট্যাটাসে রাজনৈতিক নেতৃত্বের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও উদারতার ঘাটতির কথা উল্লেখ করেন। তার মতে, বাস্তবতা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক নেতা রাজনৈতিক বাণিজ্য ও নিজস্ব বলয় তৈরির প্রতিযোগিতায় ব্যস্ত, যেখানে সেবার পরিবর্তে শোষণের মানসিকতা প্রবল। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থাও সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি।
তবে হতাশার মাঝেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট লালনকারী একটি বিপ্লবী প্রজন্ম তৈরি হয়েছে, যারা সময়ের অপেক্ষায় রয়েছে। গত পনেরো বছর ধরে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং শেষ পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করেন তিনি।
ভবিষ্যতের রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন, ‘হাসিনা যা করেছে, তার ন্যূনতমও যদি নতুন নেতৃত্বের চিন্তা ও কর্মের সঙ্গে মিলে যায়, তাহলে বেশিদূর যাওয়া সম্ভব হবে না।’ তিনি পরামর্শ দেন, সাময়িক রাজনৈতিক ফায়দার চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে মনোযোগী হতে হবে এবং ‘জুলাই স্পিরিট’ ধারণ করতে হবে।শেষে তিনি দেশ ও জাতির জন্য মহান আল্লাহর সহায়তা কামনা করেন।